জানুয়ারি ২৩, ২০২৫

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের বন্দর নগরী ওডেসায় রুশ ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছেন। খবর এএফপির

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রুশ হামলার একদিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে মা ও শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

ইউক্রেনের প্রধান জরুরি পরিষেবার একটি স্থানীয় শাখা রোববার বলেছে, ওডেসার ধ্বংসস্তূপে আরও চারজন আটকা পড়ে থাকতে পারে।

শনিবারের ইউক্রেনের দক্ষিণাঞ্চলের বন্দর নগরী ওডেসায় ড্রোন হামলা করে রুশ বাহিনী। ওই হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০ হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...