ডিসেম্বর ২৩, ২০২৪

‘প্যারিস ফ্যাশন উইক’-এর ‘ল’ওরিয়াল শোতে অংশ নিয়েছেন সাবেক মিস ইউনিভার্স ঐশ্বরিয়া রাই বচ্চন। সোনালি রঙের ঝলমলে গ্ল্যামারাস গাউনের সঙ্গে মানিয়ে অভিনেত্রীকে সোনালি আভাযুক্ত চুলে আকর্ষণীয় দেখাচ্ছিল।

র‌্যাম্পে হাঁটার সময় মঞ্চ থেকেই উড়ন্ত চুমুতে ভক্তদের মন জয় করেন এই বিশ্বসুন্দরী। ক্যামেরার সামনে পোজ দিতে গিয়ে চোখও মেরেছেন তিনি। রোববার রাতে অভিনেত্রীর অনেক ছবি সামনে এসেছে; যা আলোড়ন তুলেছে ভক্তদের মাঝে।

প্রতি বছর এই ইভেন্টে অংশ নেন ‘ল’ওরিয়াল-এর ভারতীয় শুভেচ্ছাদূত ঐশ্বরিয়া। সেখানে সঙ্গে নিয়ে গেছেন মেয়ে আরাধ্যা বচ্চনকেও।

এবার একজন নয়, বচ্চন পরিবারের দুই সদস্য এই ইভেন্টে অংশ নিয়েছেন। অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নাভেলি নন্দাও ‘প্যারিস ফ্যাশন উইক’-এ অংশ নিয়েছেন।

নভ্যা ‘প্যারিস ফ্যাশন উইক’-এ ল’অরিয়াল প্যারিসের কজ অ্যাম্বাসেডর হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তার ইনস্টাগ্রামে প্যারিসের কিছু ছবি শেয়ার করেছেন, সাদা পোশাকে তাকে বেশ সুন্দর দেখাচ্ছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...