জানুয়ারি ২২, ২০২৫

অভিষেক বচ্চনের সঙ্গে ঐশ্বরিয়া রাই বচ্চনের দাম্পত্য বিচ্ছেদ নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছে? বিশেষ করে অনন্ত আম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে পৃথক প্রবেশ করায় এই জল্পনা আরও ঘনীভূত হয়।

গত শুক্রবার ঐশ্বরিয়ার জন্মদিনে অভিষেকের নীরবতা জল্পনা আরো বেড়েছে। তবে এই ব্যাপারে এখনও কেউ মুখ খোলেননি।

সম্প্রতি এক প্রশ্নের জবাবে বলিউডের জনপ্রিয় অভিনেতা অভিষেক বচ্চন জানিয়েছেন, ঐশ্বরিয়া রায় তার চেয়েও বেশি পারিশ্রমিক পান।

অভিষেক আরও জানিয়েছেন, চলচ্চিত্র দুনিয়ায় অভিনেতা ও অভিনেত্রীদের পারিশ্রমিকের ফারাক নিয়ে বহু আলোচনা হয়। ৯টি ছবিতে আমি আমার স্ত্রীর সঙ্গে কাজ করেছি। তার মধ্যে আটটি ছবিতে ঐশ্বরিয়া আমার থেকে বেশি পারিশ্রমিক পেয়েছিলেন।

তিনি আরও জানান, ‘পিকু’ ছবিতেও সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এটা ব্যবসা। বাজারে যে অভিনেতার বেশি কদর থাকবে সে বেশি পারিশ্রমিক পাবে এটাই স্বাভাবিক। নতুন অভিনেত্রী হয়ে একই ছবিতে শাহরুখ খানের সমান পারিশ্রমিক দাবি করলে হবে না।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...