জানুয়ারি ২২, ২০২৫

১৭ বছরের দাম্পত্যে সত্যিই ইতি টানছেন অভিষেক-ঐশ্বরিয়া? বলিউডে নানা জল্পনার মাঝে বারবার উঠে আসছে এ তারকা জুটির বিচ্ছেদের খবর।

অবশেষে মুম্বাই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে মুখ খুললেন অভিষেক।।বিবাহবিচ্ছেদের প্রসঙ্গে কথা উঠলেই নিজের আঙুলে পরা বিয়ের আংটি দেখান অভিনেতা। তিনি জানান, এখনও তিনি বিবাহিত। তার বিবাহবিচ্ছেদ নিয়ে যে জল্পনা চারিদিকে চলছে, তা নিয়ে অসন্তোষও প্রকাশ করেছেন অভিষেক।

তিনি বলেন, এ নিয়ে আমার সত্যিই কিছু বলার নেই। দুর্ভাগ্যবশত, এ পরিস্থিতি নিয়ে আলোচনা এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমরা তারকা। তাই তারকাদের ব্যক্তিগত বিষয় শিরোনামে উঠে আসবেই। এগুলো সহ্য করতেই হয় আমাদের।

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে মেয়ে আরাধ্যাকে নিয়ে আলাদা আসেন ঐশ্বরিয়া। এমনকি বচ্চন পরিবারের কারো সঙ্গেই তাকে কথা বলতে দেখা যায় না। এ ঘটনার পরেই মেয়েকে নিয়ে একাই ছুটি কাটাতে যান ঐশ্বরিয়া। এরপর থেকেই অভিষেক-ঐশ্বরিয়া বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়েছিল। উঠে এসেছিল বচ্চন পরিবারের অন্দরের দ্বন্দ্বের কথাও। এবার অভিষেক বচ্চন বুঝিয়ে দিলেন, জল্পনা চললেও এখনও পর্যন্ত বিবাহিত তারা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...