ডিসেম্বর ২২, ২০২৪

এসিআই ফুডস অ্যান্ড কমোডিটি ব্র্যান্ডসের নতুন চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে সম্প্রতি নিযুক্ত হয়েছেন ফারিয়া ইয়াসমিন। এসিআই ফুডস লিমিটেড, এসিআই পিওর ফ্লাওর লিমিটেড এবং এসিআই এডিবল অয়েলস লিমিটেড- তিনটি প্রতিষ্ঠানের অধীনে আটা, মসুর ডাল, চাল, ফুড, ভোজ্য তেল এবং খাদ্য রপ্তানি- এই ছয়টি ব্যবসায়িক বিভাগ নিয়ে কাজ করবেন তিনি।

ফারিয়া ইয়াসমিন এর আগে নেসলে, ম্যারিকো, বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড এবং রেকিট বেনকিজারের মতো বহুজাতিক কোম্পানিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে এসিআইয়ের খাদ্য ও কমোডিটি বিভাগকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেছেন ফারিয়া ইয়াসমিন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...