জানুয়ারি ২৩, ২০২৫

দেশের পুঁজিবাজারের স্বল্প মূলধনী প্লাটফর্মের (এসএমই মার্কেট) তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের ব্যবসায় অংশগ্রহণের অগ্রগতিতে যোগ্য বিনিয়োগকারীদের তথ্য চেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এজন্য আগামী ১০ এপ্রিলের মধ্যে বাজার মূল্যে সর্বনিম্ন ২০ লাখ টাকা বিনিয়োগ আছে সেসব বিনিয়োগকারীদের তথ্য ডিএসইতে নির্দিষ্ট লিঙ্কে দিতে বলা হয়েছে।

সম্প্রতি এ বিষয়ে একটি চিঠি সব ট্রেক হোল্ডারদের কাছে পাঠানো হয়েছে।

ডিএসইর চিঠিতে বলা হয়েছে, ডিএসইর সব মার্চেন্ট ব্যাংক এবং ট্রেক হোল্ডারদের তালিকাভুক্ত কোম্পানির সিকিউরিটিজে সর্বনিম্ন ২০ লাখ টাকা বিনিয়োগ থাকা যোগ্য বিনিয়োগকারীদের তথ্য প্রদান করার নির্দেশ দেয়া হয়েছে। সেক্ষেত্রে মূল মার্কেট বা এসএমই প্ল্যাটফর্ম উভয় ক্ষেত্রে হতে পারে। এজন্য একটি লিংক দেয়া হয়েছে, যেখানে তথ্য জমা দিতে হবে। সেই সঙ্গে গত ৩০ মার্চ পর্যন্ত বাজার মূল্যে ২০ লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে। তবে ১০ এপ্রিলের মধ্যে জমা দেয়া এ তথ্য আগামী ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে। এতে সব যাচাই শেষে যাদের বিনিয়োগ নিশ্চিত হবে তারা ৩০ জুন পর্যন্ত যোগ্য বিনিয়োগকারী হিসেবে গন্য হবেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...