নভেম্বর ১৬, ২০২৪

আগস্টের শেষ দিন থেকে মাঠে গড়াবে এশিয়া কাপ-২০২৩। চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। এই আসরের আয়োজক পাকিস্তান হলেও ভারতের আপত্তির কারণে যুক্ত হয়েছে শ্রীলঙ্কাও। হাইব্রিড মডেলে কিছু ম্যাচ হবে পাকিস্তানে। আর অধিকাংশ ম্যাচ হবে শ্রীলঙ্কায়।

যেহেতু ভারত ম্যাচ খেলতে পাকিস্তানে যাবে না সেহেতু তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় হবে। আজ বুধবার ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সদস্য ও আইপিএলে’র চেয়ারম্যান অরুণ ধুমাল ভারত-পাকিস্তান ম্যাচের ভেন্যু চূড়ান্ত করেছেন। তিনি জানিয়েছেন হাইভোল্টেজ এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ডাম্বুলায়।

এশিয়া কাপের মোট ১৩টি ম্যাচের চারটি হবে পাকিস্তানের মাটিতে। আর বাকি ৯টি হবে শ্রীলঙ্কায়।

এবারের আসরে অংশ নিবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল।

দলগুলো দুই গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। দুই গ্রুপ থেকে সেরা দুইটি করে মোট চারটি দল যাবে সুপার ফোরে। সুপার ফোরের চারটি দলের মধ্য থেকে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দুটি দল খেলবে ফাইনাল।

২০০৮ সালের পর থেকে রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তান সফর করছে না ভারত। এমনকি খেলছে না দ্বিপাক্ষিক সিরিজও। সবশেষ তারা ২০১২ সালে খেলেছিল দ্বিপাক্ষিক সিরিজ। এরপর থেকে দল দুটি কেবল এসিসি ও আইসিসির ইভেন্টে একে অপরের মুখোমুখি হচ্ছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...