ডিসেম্বর ২৩, ২০২৪

ব্যাট-বলের লড়াইয়ে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম কিংবা তাসকিন আহমেদরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ক্রিকেটের ২২ গজে। এদিকে মাঠের ক্রিকেটের মতো মাঠের বাইরে প্রতিনিধিত্ব করার সুযোগ থাকে ধারাভাষ্যকারদের। লম্বা সময় ধরে বিশ্ব মঞ্চে সেই কাজটা করে আসছেন আথার আলী খান।

দ্বিপাক্ষিক সিরিজ, বিদেশ সফর, এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের মতো বড় মঞ্চেও বাংলাদেশের সুনাম বইয়ে এনেছেন সাবেক এই ক্রিকেটার। তবে এবারের এশিয়া কাপে দেখা যাবে না আথারকে। আথার না থাকলেও ধারাভাষ্য কক্ষে দেখা যাবে শামীম আশরাফ চৌধুরিকে।

যদিও শুরুতে বাংলাদেশের কেউই ছিলেন না। ১৮ আগষ্ট ১৯ সদেস্যর ধারাভাষ্য প্যানেলের নাম প্রকাশ করেছিল টুর্নামেন্টের সম্প্রচার প্রতিষ্ঠান স্টার স্পোর্টস। যেখানে ভারতের সর্বোচ্চ ১১ জন, পাকিস্তানের ৪ জন এবং শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের একজন করে ধারাভাষ্যকার ছিলেন।

১৫ ঘণ্টা পর অবশ্য সেখানে খানিকটা পরিবর্তন এনেছে প্রতিষ্ঠানটি। দুটি ক্যাটাগরিতে ধারাভাষ্য প্যানেলের নাম প্রকাশ করেছে স্টার স্পোর্টস। স্টার স্পোর্টসের ভিন্ন দুটি চ্যানেলে ইংরেজির সঙ্গে হিন্দিতেও শোনো যাবে ধারাভাষ্য। ইংরেজি ধারাবাষ্য দেবেন রবি শাস্ত্রী, ওয়াসিম আকরাম, গৌতম গম্ভীর, ওয়াকার ইউনিস, অ্যান্ডি ফ্লাওয়ার ও মারভান আতাপাত্তুরা।

এ ছাড়া ম্যাথু হেইডেন, আমির সোহেল, ডমিনিক কর্ক, দ্বীপ দাসগুপ্তা, বাজিদ খান, সঞ্জয় মাঞ্জরেকার, শামীম আশরাফ চৌধুরী ও রোশান আবেসিংহেরাও থাকছে ইংরেজি ধারাভাষ্য প্যানেলে। হিন্দিতে ধারাভাষ্য দেবেন গৌতম গম্ভীর, হরভজন সিং, ইরফান পাঠান, সঞ্জয় বাঙ্গার, মোহাম্মদ কাইফ, আদিত্য তারে, রজত ভাটিয়া, রমন ভানোট, জাতিন সাপ্রু ও পদমজিত শেরওয়াতরা।

আগামী ৩০ আগস্ট পাকিস্তান ও শ্রীলঙ্কায় পর্দা উঠছে এশিয়া কাপের এবারের আসরের। ৫০ ওভারের এই টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গী প্রথমবারের মতো সুযোগ পাওয়া নেপাল। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ১৭ সেপ্টেম্বর কলম্বোতে হবে এশিয়া কাপের ফাইনাল।

স্টার স্পোর্টসের ধারাভাষ্য প্যানেল- ইংরেজি- রবি শাস্ত্রী, ওয়াসিম আকরাম, গৌতম গম্ভীর, ওয়াকার ইউনিস, অ্যান্ডি ফ্লাওয়ার, মারভান আতাপাত্তু, ম্যাথু হেইডেন, আমির সোহেল, ডমিনিক কর্ক, দ্বীপ দাসগুপ্তা, বাজিদ খান, সঞ্জয় মাঞ্জরেকার, শামীম আশরাফ চৌধুরী ও রোশান আবেসিংহে।

হিন্দি- গৌতম গম্ভীর, হরভজন সিং, ইরফান পাঠান, সঞ্জয় বাঙ্গার, মোহাম্মদ কাইফ, আদিত্য তারে, রজত ভাটিয়া, রমন ভানোট, জাতিন সাপ্রু ও পদমজিত শেরওয়াত।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...