ডিসেম্বর ২২, ২০২৪

এশিয়ার স্পট মার্কেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম আরও বেড়েছে। চলতি সপ্তাহে তা গত ৫ মাসের মধ্যে সর্বোচ্চ স্তরে উঠেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, এখন এশিয়ায় গরম আবহাওয়া বিরাজ করছে। সঙ্গত কারণে এই অঞ্চলে এলএনজির চাহিদা শক্তিশালী হয়েছে। ফলে জ্বালানি পণ্যটির দর বৃদ্ধি পেয়েছে।

আলোচ্য সময়ে উত্তর-পূর্ব এশিয়ায় আগামী জুলাইয়ের এলএনজির গড় সরবরাহ মূল্য ঊধ্র্বমুখী হয়েছে। এই সপ্তাহে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটের (এমএমবিটিইউ) দর স্থির হয়েছে ১০ ডলার ৯০ সেন্টে।

গত সপ্তাহে যা ছিল ১০ ডলার ৫০ সেন্ট। সেখান থেকে জ্বালানি পণ্যটির মূল্য ব্যাপক বৃদ্ধি পেয়েছে। গত ৫ জানুয়ারির পর তা সর্বোচ্চ স্তরে উঠেছে। শিল্প কারখানা সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান কম্মোডিটি প্রাইসিং এজেন্সি আর্গাসের এলএনজি প্রাইসিংয়ের প্রধান স্যামুয়েল গুড বলেন, গত কয়েক দিনে এশিয়ায় এলএনজির সরবরাহ মূল্য বৃদ্ধি পেয়েছে। কারণ, দক্ষিণ-পূর্ব এশীয় ক্রেতাদের কাছে জ্বালানি পণ্যটির চাহিদা বেড়েছে।

তিনি বলেন, আগামী মাসে এশিয়ার বৃহৎ অর্থনীতি চীনের উত্তর-পূর্ব অঞ্চলে প্রখর তাপমাত্রা থাকতে পারে। এতে শীতল থাকতে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাবে। ফলে গ্যাসচালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে এলএনজির চাহিদাও বাড়বে।

ক্রেতাদের উদ্দেশে লেখা এক নোটে বিশ্ববিখ্যাত রিস্টাড এনার্জি বিশ্লেষক মাসানোরি ওডাকা বলেন, এশীয় আরেক বৃহত্তম অর্থনীতি ভারতে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সেটা আগামী কয়েক মাস অব্যাহত থাকতে পারে। ফলে আসন্ন জুন ও জুলাইয়ে দেশটির আরও এলএনজি প্রয়োজন হবে। সেটাও মূলত জনগণকে শীতল রাখতে বিদ্যুতে চাহিদা মেটাতে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...