ডিসেম্বর ২১, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান লিমিটেডের ট্রাস্টি কমিটি চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২৩) ও নয় মাসের (অক্টোবর, ২০২২-জুন, ২০২৩, অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তৃতীয় প্রান্তিকে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) বেড়েছে।

মঙ্গলবার (১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, তৃতীয় প্রান্তিকে এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান লিমিটেডের ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ০.০৮৯৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা ছিল ০.০৭২২ টাকা। সে হিসেবে ফান্ডটির ইপিইউ বেড়েছে ০.০১৭৭ টাকা।

এদিকে প্রথম তিন প্রান্তিক মিলিয়ে বা ৯ মাসে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা হয়েছে ০.২৯৩৭ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা ছিল ০.২৮৭৫ টাকা। সে হিসেবে ফান্ডটির ইপিইউ বেড়েছে ০.০০৬২ টাকা।

২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১০.৫৬ টাকা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...