জানুয়ারি ৫, ২০২৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড যমুনা এডিবল অয়েলের সঙ্গে গত রোববার (২৪ সেপ্টেম্বর) চুক্তি করেছে। এই চুক্তির ফলে এমারেল্ড অয়েলের তেল উৎপাদন ক্ষমতা ৬০০ টন বৃদ্ধি পাবে। এতে বছরে প্রায় ৯০০ কোটি টাকার তেল বিক্রি হবে বলে প্রত্যাশা করছে কোম্পানিটি। ফলে কোম্পানিটির মুনাফাও বাড়বে।

আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এই চুক্তি কার্যকর হওয়ায় প্রতি বছর অন্তত ৩০ কোটি টাকা বেশি মুনাফা হবে বলে জানিয়েছে এমারেল্ড অয়েল।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...