জানুয়ারি ২, ২০২৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এমবি ফার্মা পিএলসি ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাববছরের সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস লভ্যাংশ। সেই সাথে কোম্পানিটি অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৬ পয়সা। আগের বছর লোকসান হয়েছিল ৫ টাকা ৪২ পয়সা। আগামী ৩১ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। কোম্পানিটির রেকর্ড ডেট পরবর্তীতে ঘোষণা করা হবে।

এদিকে এমবি ফার্মাসিটিক্যালস পিএলসি অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি আড়াই কোটি টাকা থেকে ৩০ কোটি টাকা পরযন্ত মূলধন বাড়াবে।

সূত্র জানায়, কোম্পানিটি সংঘস্বারক সংশোধন করে অনুমোদিত মূলধন বাড়াতে পারবে। কোম্পানিটি সংঘস্বারকের ৫ নং অনুচ্ছেদ এবং ৪ ও ৫৩ নং আর্টিকেল সংশোধন করবে

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...