জানুয়ারি ২৪, ২০২৫

বহুল আলোচিত চিত্রনায়ক জায়েদ খান সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন। এবার দুবাই-সিঙ্গপুর যাচ্ছেন এই নায়ক। আজ ১৬ আগস্ট ঢাকা থেকে দুবাই যাচ্ছেন। সেখানে তিন দিন থেকে সিঙ্গপুর যাবেন বলে জানান এই নায়ক।

জায়েদ খান বলেন, ‘একটি শোতে অংশ নিতে দুবাই যাচ্ছি। সেখানে তিন দিন অবস্থান করবো। এর পরে সিঙ্গাপুরে যাওয়ার পরিকল্পনা আছে। সেখানেও তিন দিন থাকবো। এর পরে দেশে ফিরে নতুন সিনেমার কাজ শুরু করবো।’

এর আগে নিউ ইয়র্কে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসে অংশ নিয়েছেন জায়েদ খান। এদিকে জায়েদ খান অভিনীত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে ‘সোনারচর’ ও ‘বাহাদুরী’ অন্যতম।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...