জানুয়ারি ২৪, ২০২৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংকের মালিকানা থেকে সরে গেল তিন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলো—কিংসওয়ে এন্ডেভরস লিমিটেড, আরমাডা স্পিনিং মিলস লিমিটেড এবং ইউনিগ্লোব বিজনেস রিসোর্সেস লিমিটেড।

গত জুন মাসে প্রতিষ্ঠানগুলো তাদের সব শেয়ার বিক্রি করে দিয়েছে। একই সঙ্গে তাদের মনোনিত পরিচালকদেরও প্রত্যাহার করে নিয়েছে।

সোমবার (১০ জুলাই) কোম্পানিটি দেশের শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্চের (ডিএসই) ওয়েবসাইটের মাধ্যমে বিনিয়োগকারীদের জানায়, উল্লেখিত তিনটি কোম্পানির পক্ষ থেকে ব্যাংকটির পরিচালক পদে থাকা প্রতিনিধি প্রত্যাহার করে নেয়া হয়েছে।

এর আগে রাষ্ট্রায়ত্ত ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) তার কাছে থাকা ইসলামী ব্যাংকের সব শেয়ার বিক্রি করে। তখন প্রতিষ্ঠানটি তাদের মনোনিত পরিচালকও ব্যাংকটির পর্ষদ থেকে প্রত্যাহার করে।

পরিচালকদের শেয়ার বিক্রি করায় ব্যাংকটির পর্ষদের সম্মিলিত শেয়ার ধারণ ৫৫.০৬ শতাংশ কমে ৪১.৯০ শতাংশে নেমেছে।

ইসলামী ব্যাংকের জুন মাসের শেয়ার ধারণ প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে।

গত জুনে ইসলামী ব্যাংকের ২.০১ শতাংশ শেয়ার কিনে নেয় জেএমসি বিল্ডার্স লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির মনোনিত হয়ে ব্যাংকটির পর্ষদে পরিচালক হিসেবে নিয়োগ পান এস আলম গ্রুপের চেয়ারম্যান সায়ফুল আলম মাসুদের ছেলে আহসানুল আলম। বর্তমানে ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...