জানুয়ারি ২৩, ২০২৫

শিখ নেতা গুরপতবন্ত সিং পান্নুন হত্যাচেষ্টা তদন্তে ভারতে আসছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক ক্রিস্টোফার রে।

সোমবার ও মঙ্গলবার ভারত সফর করবেন তিনি। এ সময় রে বৈঠক করবেন ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এএনআই) প্রধান দীনকর গুপ্তর সঙ্গে।

ভারতের নিয়োজিত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এরিক গ্যারসেটি বুধবার এ তথ্য জানিয়েছেন। দিলি­ সফর সম্পর্কে গ্যারসেটি বলেন, ভারত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। আমাদের কোষাধ্যক্ষমন্ত্রী জ্যানেট ইয়েলেন চলতি বছর চারবার ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তিনবার ও প্রতিরক্ষামন্ত্রী রয়েড অস্টিন দুবার ভারত সফর করেছেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মাটিতে শিখ নেতা ও আইনজীবী গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার চেষ্টায় ভারত সরকারের এক এজেন্টের বিরুদ্ধে অভিযোগ এনেছিল ওয়াশিংটন। তা তদন্তেই ভারত আসবেন তিনি। এনডিটিভি।p

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...