জানুয়ারি ২৩, ২০২৫

ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সভাপতি মতিউর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

আজ রোববার (২৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন,  পত্রপত্রিকায় যেভাবে খবরটি এসেছে সেটা দুঃখজনক। আমি এনবিআরের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। তাকে ইতোমধ্যে সরিয়ে দেয়া হয়েছে। আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গেও কথা বলেছি। সোনালি ব্যাংকের পদের বিষয়েও কথা চলছে।

জানা গেছে, এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে রোববার (২৩ জুন) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে।

 প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্যসমাপ্ত ভারত সফর নিয়ে হাছান মাহমুদ জানান, ‘তিস্তা একটি বড় প্রকল্প। দেশটিতে তিস্তা এবং অভিন্ন ৫৪টি নদী নিয়ে আলোচনা হয়েছে। ভারতের কারিগরি দল আসার বিষয়টি ইতিবাচক। তিস্তা নদী নিয়ে চীন বিষয়ক কোনো আলোচনা হয়নি।’
মন্ত্রী বলেন, দেশের সব অর্জনের সঙ্গে আওয়ামী লীগ জড়িত। সামনে আমাদের চ্যালেঞ্জ আছে অনেক। স্বাধীনতাবিরোধী অপশক্তি ঘাপটি মেরে আছে। সাম্প্রদায়িক অপশক্তি মাঝে মাঝেই ফণা তুলে ছোবল মারতে চায়। আর তাদের নেতৃত্ব দিচ্ছে বিএনপি। সাম্প্রদায়িক শক্তিকে বিএনপি লালন-পালন না করলে দেশ আরও এগিয়ে যেত।
শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...