ডিসেম্বর ২৬, ২০২৪

এনআরবি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. শাকির আমিন চৌধুরী। এর আগে তিনি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পওয়ায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খান, পরিচালনা পর্ষদ এবং ম্যানেজমেন্টের পক্ষ্য থেকে শাকির আমিন চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন।

দীর্ঘ ৩৮ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা সম্পন্ন আমিন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে কৃষি অর্থনীতিতে ডিগ্রি নিয়ে স্নাতক হন এবং আরব বাংলাদেশ ব্যাংক পিএলসিতে ট্রেইনি অফিসার হিসাবে তার ব্যাংকিংক্যারিয়ার শুরু করেন। শাখা ব্যবস্থাপক, এএমএল, কর্পোরেট ব্যাংকিং, ক্রেডিট ম্যানেজমেন্ট, বৈদেশিক বাণিজ্য, শাখা পরিচালনা এবং অন্যান্য ভূমিকা ছিল তার প্রধান দায়িত্ব। এনআরবি ব্যাংকে যোগদানের আগে তিনি ঢাকা ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...