ডিসেম্বর ২২, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংক পিএলসির দুই উদ্যোক্তার শেয়ার হস্তান্তর সম্পন্ন হয়েছে।

ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ব্যাংকটির উদ্যোক্তা ফারাসাথ আলী তার স্ত্রী ড. শাহানারা বেগমকে উপহার হিসেবে ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাহিরে ৩ লাখ ৫৫ হাজার শেয়ার হস্তান্তর করেছেন। ড. শাহানারা বেগম ব্যাংকটির একজন সাধারণ বিনিয়োগকারী।

এছাড়া ব্যাংকটির আরেক উদ্যোক্তা পরিচালক রফিকুল ইসলাম মিয়া আরজু তার ভাই আকতারুল ইসলামকে ১ কোটি ৪ লাখ ৩৩ হাজার ১৬৯টি শেয়ার উপহার হিসেবে হস্তান্তর করেছেন। আকতারুল ইসলাম ব্যাংকের একজন প্লেসমেন্ট শেয়ারহোল্ডার।

গত ২৯ মে উভয় উদ্যোক্তা তাদের শেয়ার হস্তান্তরের ঘোষণা প্রদান করেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...