ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে এখনো দেশের সোয়া কোটির বেশি গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় আছেন। দ্রুত এসব সংযোগ চালু করতে কাজ করছে বিদ্যুৎ বিভাগ। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ বিতরণ সংস্থা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) তিন কোটি তিন লাখের বেশি গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন। এর মধ্যে প্রায় ১ কোটি ৭২ লাখ সংযোগ ফিরিয়ে আনা হয়েছে। ১ কোটি ৩১ লাখ গ্রাহকের সংযোগ এখনো বিচ্ছিন্ন।
দেশের অধিকাংশ গ্রামে বিদ্যুৎ সরবরাহ করে আরইবি। সব সংযোগ ফিরিয়ে আনতে আরইবির ঠিকাদার, নিজস্ব জনবলসহ ৩০ হাজারের বেশি কর্মী মাঠে কাজ করছেন বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিচ্ছিন্ন সংযোগগুলোর মধ্যে ৬০ শতাংশ আজ রাতের মধ্যে এবং আগামীকাল বুধবারের মধ্যে মোট ৮০ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ–সংযোগ ফিরিয়ে দিতে সর্বোচ্চ চেষ্টা চলছে। বাকি গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে হবে বলে সময় বেশি লাগতে পারে। প্রাথমিক তথ্যানুসারে, ঘূর্ণিঝড় রিমালের কারণে আরইবির ক্ষয়ক্ষতির পরিমাণ ১০৩ কোটি ৩৩ লাখ টাকা।
ঢাকার বাইরে শহর এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)। তাদের ১৫ লাখ ৪৮ হাজার ১৫৪ হাজার গ্রাহকের মধ্যে ১৪ লাখ ৩ হাজার ৫২৬ জন গ্রাহক এখন বিদ্যুৎ পাচ্ছেন। ১ লাখ ৪৪ হাজার ৬২৮ জন গ্রাহক এখনো বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় আছেন। এই ঘূর্ণিঝড়ে ওজোপাডিকোর ৫ কোটি ৭ লাখ ৮১ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।