সেপ্টেম্বর ১৭, ২০২৪

উজান থেকে নামা পাহাড়ি ঢল অব্যাহত থাকায় গত তিনদিন ধরে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির স্তর বিপদসীমার সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এতে কাপ্তাই বাঁধের ১৬টি গেট (স্পিলওয়ে) পর্যায়ক্রমে দুই ফুট পর্যন্ত খোলা রাখা হয়েছে। ফলে প্রতি সেকেন্ডে ৩৬ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে যাচ্ছে।

এদিকে কাপ্তাই হ্রদের পানি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় হ্রদের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে প্রায় ১৮ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। রাঙামাটি সদর, লংগদু, নানিয়ারচর, বরকল, জুরাছড়িসহ অন্যান্য উপজেলার নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে জনদুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, কাপ্তাই হ্রদে পানিবন্দি মানুষের জন্য খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। একই সঙ্গে বাঁধের পানি ছাড়া অব্যাহত রয়েছে। আশা করছি, অল্প কিছু দিনের মধ্যে পানি কমে আসবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *