জানুয়ারি ৫, ২০২৫

দীর্ঘদিন পর একসঙ্গে সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও ইমরান মাহমুদুল। সিনেমার নাম ‘লিপস্টিক’। গানের শিরোনাম ‘নিন্দুকে’। এটি লিখেছেন কবির বকুল। সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

ইমরান বর্তমানে অস্ট্রেলিয়ায় আছেন। সেখানে যাওয়ার আগেই গানটিতে কণ্ঠ দেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শ্রদ্ধেয় কবির বকুল ভাইয়েরই লেখা গানের সুর করে, গান গেয়ে আমি একসঙ্গে দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। তার লেখা আবারও একটি দারুণ গান গাইলাম। সহশিল্পী হিসাবে আছেন ন্যান্সি আপু।

তিনিও বাংলা সিনেমায় অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন। তার সঙ্গে আবারও গান গেয়ে ভীষণ ভালো লাগল। আর ইমন ভাইয়ের সুর-সংগীত, সত্যিই অনবদ্য। তার সুর করা সর্বশেষ দারুণ সাড়া ফেলা গান ছিল সাদা সাদা কালা কালা।

আশা করছি আমাদের এ নতুন গানটিও শ্রোতা-দর্শকের ভালো লাগবে।

ন্যান্সি বলেন, ‘গানের কথা সুন্দর। সুর ও সংগীতায়োজন ভালো হয়েছে। আশা করি শ্রোতাদেরও ভালো লাগবে।’ সিনেমার পরিচালক কামরুজ্জামান রুমান জানিয়েছেন, গানটির দৃশ্যায়ন অতিশীঘ্রই করা হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...