জানুয়ারি ২, ২০২৫

আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ৩৯২তম সভা সোমবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় পর্ষদের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু সভাপতিত্ব করেন।

সভায় পর্ষদের ভাইস চেয়ারম্যান আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সেলিম রহমান, এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, পরিচালক মোঃ আব্দুল হামিদ মিঞা, হাফেজ মোঃ এনায়েত উল্যা, আহামেদুল হক, নিয়াজ আহমেদ, নিয়াজ আহমেদ, মোহাম্মদ এমাদুর রহমান, লিয়াকত আলী চৌধুরী, মোঃ আনোয়ার হোসেন, নাছির উদ্দিন, মোঃ রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, কাজী ওসমান আলী, মোঃ কামরুল হাসান সিদ্দিকী, এ এ এম জাকারিয়া, এম কামাল উদ্দিন চেীধুরী, মাহবুবুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মোঃ নিজাম উদ্দিন ভূঁঞা এবং সংশ্লিষ্ট নির্বাহীগণ উপস্থিত ছিলেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...