জানুয়ারি ৯, ২০২৫

বিদেশে পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যবসায়ী আনসারুল আলম চৌধুরীকে আটক করা হয়েছে। আজ সোমবার সকালে তাকে আটক করা হয়। পরে তাকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, সকাল সাড়ে আটটায় বিএস৩৪৩ ফ্লাইটযোগে দুবাই যাওয়ার সময় বহির্গমন টার্মিনালে তাকে আটক করা হয়।

তিনি সিভিল এভিয়েশন ও বিমানবন্দরের বিভিন্ন গোয়েন্দা সংস্থার রাজনৈতিক সন্দিগ্ধ তালিকাভুক্ত ছিলেন।

জানা যায়, চট্টগ্রামের চাক্তাই শাখা ইসলামী ব্যাংকে তার নামে ১৪০০ কোটি টাকার বেশি ঋণ রয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...