ডিসেম্বর ২২, ২০২৪

উত্তর কোরিয়া আবারো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল দশটার দিকে পিয়ং ইয়ং এই ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এসব কথা জানান।

উত্তর কোরিয়ার বিশেষ অর্থনৈতিক জোনের আকাশসীমায় আমেরিকার একটি গোয়েন্দা বিমান প্রবেশ করেছে বলে পিয়ংইয়ং অভিযোগ তোলার পর দেশটি এই ক্ষেপণাস্ত্র ছুঁড়লো।

ক্ষেপণাস্ত্রটি ৫৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান সাগরে পড়ে। জাপানের পক্ষ থেকেও এই খবর নিশ্চিত করা হয়েছে।

গত সোমবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন এবং পররাষ্ট্র নীতি বিষয়ক শীর্ষ কর্মকর্তা কিম ইয়ো জং প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছিলেন, উত্তর কোরিয়ার আকাশসীমায় মার্কিন গোয়েন্দা বিমান প্রবেশ করানোর বিরুদ্ধে স্পষ্ট ও শক্ত জবাব দেয়া হবে। পার্সটুডে

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...