ডিসেম্বর ২২, ২০২৪

ভারতের লোকসভায় সবচেয়ে বেশি সংসদ সদস্য আসেন উত্তরপ্রদেশ রাজ্য থেকেই। তাই রাজনীতিতে স্লোগানই চালু আছে ‘ উত্তরপ্রদেশ যার, দেশ তার’। ভোটের গণনার শুরু থেকেই টানটান লড়াই হচ্ছে বিজেপি এবং ইন্ডিয়া জোটের। উত্তরপ্রদেশে ৮০ আসনের ৪৫ আসনেই এগিয়ে রয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের অন্যতম শরিক অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি (এসপি)। আর বিজেপি পেয়েছে ৩৬টি আসন। এছাড়া কংগ্রেস ছয়টি ও রাষ্ট্রীয় লোকদল দু’টি আসনে এগিয়ে আছে।

পূর্ব উত্তরপ্রদেশে কার্যত সাফ বিজেপি, এমনকী পশ্চিম উত্তরপ্রদেশের জাট বেল্টেও আরএলদি থাকলেও হারছে গেরুয়া দল।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ রাজ্যের ৮০টি আসনের মধ্যে ৬২টি জিতেছিল। তখন মিত্র দল বিএসপি এবং সমাজবাদী পার্টি যথাক্রমে ১০ ও পাঁচটি আসন জিতেছিল। তবে এবারের নির্বাচনে বিএসপি একাই লড়ছে। তবে দলটি খুব ভালো কিছু করবে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে না।

অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টি ৬২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। আর কংগ্রেস লড়ছে ১৭টি আসনে।

এবার বিজেপি ৭৪টি আসনে লড়ছে। আরএলডি সহ অন্যান্য ছোট দলগুলোকে ছয়টি আসন দেওয়া হয়েছে। গতবার ৭৮-এর মধ্যে ৬২টি জিতেছিল বিজেপি

উত্তরপ্রদেশের হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রাহুল গান্ধী রায়বরেলি ও অখিলেশ যাদব কনৌজ কেন্দ্রে এগিয়ে রয়েছেন। অন্যদিকে মোদি বারাণসী কেন্দ্রে প্রাথমিকভাবে পিছিয়ে পড়েছিলেন কংগ্রেসের আজয় রাইয়ের কাছে। তবে শেষ পর্যন্ত ভোটে এগিয়ে গেছেন মোদি। জিতছেন রাজনাথ সিংও। অন্যদিকে আমেথিতে পিছিয়ে রয়েছেন স্মৃতি ইরানি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...