ডিসেম্বর ২২, ২০২৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে এক স্পেলে সাত উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে স্মরণীয় জয়ে অবদান রাখেন শামার জোসেফ।

ব্রিসবেন টেস্টের উজ্জ্বলতম পারফরম্যান্সের সুবাদে সোমবার পাকিস্তান সুপার লিগে ডাক পেয়েছেন এই ক্যারিবীয় পেসার। ইংলিশ পেসার গাস অ্যাটকিনসনের বদলি হিসেবে জোসেফকে দলে নিয়েছে পেশোয়ার জালমি। ১৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে পিএসএলের নবম আসরের।

অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ শেষে দেশের বাইরে প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে সংযুক্ত আরব আমিরাতে উড়ে যাওয়ার কথা ছিল শামার জোসেফের। আইএল টি-টোয়েন্টি লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলার কথা ছিল তার। কিন্তু তাকে বাধ্য করেছে দেশে ফিরে যেতে।

ব্রিসবেনে দিবা-রাত্রির যে টেস্টে অসাধারণ এক স্পেলে সাত উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে স্মরণীয় জয় এনে দিয়েছেন তিনি, সেই ম্যাচেই পায়ের আঙুলে চোট পান জোসেফ। এতে আইএল টি-টোয়েন্টি থেকে ছিটকে গেছেন ২৪ বছর বয়সি গায়ানার এই পেসার।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় মিচেল স্টার্কের একটি ইয়র্কারে চোট পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছিলেন শামার জোসেফ। পরদিন ব্যথানাশক ইনজেকশন নিয়ে খেলতে নেমে আগুনে বোলিংয়ে গ্যাবায় ইতিহাস গড়লেও আপাতত খেলার অবস্থায় তিনি নেই।

গায়ানায় ফিরে কিছুদিন বিশ্রাম নিয়ে পিএসএলে খেলতে আগামী মাসে পাকিস্তানে যাবেন জোসেফ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...