সেন্ট ভিনসেন্টে টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ খেলায় স্বাগতিকদের বিপক্ষে ৮০ রানের বড় জয় তুলে নিয়েছে টাইগাররা।
টস জিতে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৮৯ রানের বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১০৯ রানেই সব উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ সেরা হয়েছেন জাকের আলি। সিরিজ সেরা হয়েছেন মাহেদি হাসান।
ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজে বাংলাদেশ হোয়াইটওয়াশ হওয়ার আক্ষেপ ঘুঁচালো টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচে টানা জয় দিয়ে সিরিজটি আগেই জিতে নিয়েছিলো বাংলাদেশ। শেষ ম্যাচটি কেবলই নিয়ম রক্ষার হলেও সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮০ রানের বড় ব্যবধানে হারিয়ে তাদেরই মাটিতে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করেই টি-টোয়েন্টি সিরিজ জিতলো লিটন-মেহেদী মিরাজরা।
সেন্ট ভিনসেন্টে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ খেলায় টস ভাগ্য ছিলো বাংলাদেশেরই সাথে। টস জিতে আগে ব্যাট করতে নেমে সফরকারিদের ভালো শুরু এনে দেন দুই ওপেনার ব্যাট্সম্যান লিটন দাস ও পারভেজ হোসেন ইমন। দলের ৫৪ রানে এই দুই ওপেনার আউট হলে ব্যাট হাতে তেমন সুবিধা করতে পারেননি পরবর্তিতে উইকেটে নামা তানজিদ হাসান ও মেহেদী হাসান মিরাজ। দলের ১০২ রানে তানজিদ ও মেহেদী মিরাজ বিদায় নিলে বাংলাদেশের হাল ধরেন জাকের আলি। দলের পক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তরুণ এই মিডল ওর্ডার ব্যাট্সম্যান। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের রিতিমতো তুলো ধুনোই করেছেন জাকের আলি। ৬টি ছক্কা ও ৩টি চার হাঁকানো জাকের আলির ৪১ বলে ম্যাচ সেরা ৭২ রানের অপরাজিত ইনিংসে ভর করেই ৭ উইকেটে ১৮৯ রানের বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ।
জয় পেতে ১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের বোলারদের বিপক্ষে দাঁড়াতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাট্সম্যানরা। দলের ৪৬ রানে টপ ওর্ডারের ৫ ব্যাট্সম্যান বিদায় নিলে বিঁপাকে পরে ওয়েস্ট ইন্ডিজ। রোমারিও শেফার্ড কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও হার এড়াতে পারেনি স্বাগতিকরা। শেষ পর্যন্ত তারই সর্বোচ্চ ৩৩ রানের ইনিংসে ভর করে ১০৯ রান তুলতেই উইন্ডিজদের সব উইকেট তুলে নেন বাংলাদেশের বোলাররা। আর ৩ ওভার ২ বল হাতে রেখেই ৮০ রানের বড় জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। ২টি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও মাহেদি হাসান। ১টি করে উইকেট নিজেদের ঝুঁলিতে পুড়েছেন তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ। পুরো সিরিজে ৩৭ রান দিয়ে ৮ উইকেট তুলে নেয়ায় সিরিজ সেরা হয়েছেন মাহেদি হাসান।