নভেম্বর ১৬, ২০২৪

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন তিনি।

নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল না থাকায় এদিন বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। এদিন মুস্তাফিজুর রহমানকে দিয়ে শুরু করলেন তিনি। তবে সুবিধা করতে পারলেন না বাঁহাতি এই পেসার। আফগানিস্তানের দুই ওপেনারকে চ্যালেঞ্জ জানাতে পারেননি হাসান মাহমুদ-ইবাদত হোসেনরাও। তেমন কোন চ্যালেঞ্জের মুখে পড়তে না হওয়ায় আফগানদের দারুণ শুরু এনে রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান।

১৯ ওভারে বিনা উইকেটে ১৩০ রান তোলে সফরকারীরা। যদিও পাওয়ার প্লে শেষ হওয়ার আগে উইকেট পেতে পারতো বাংলাদেশ। সাকিব আল হাসানের বলে লং অনের উপর দিয়ে উড়িয়ে মেরেছিলেন ইব্রাহিম। খানিকটা দৌড়ে এসে ড্রাইভ দিলেও ক্যাচ লুফে নিতে পারেননি তাওহীদ হৃদয়। তাতে গুরবাজ ও ইব্রাহিম মিলে আফগানিস্তানকে শক্ত ভিত গড়ে দিয়েছেন।

এদিকে অবসর সংক্রান্ত ইস্যুতে বাংলাদেশের একাদশে নেই নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। আপাতত দেড় মাসের বিশ্রামে তিনি। তার জায়গায় খেলছেন নাইম শেখ। দুই বছর পর বাংলাদেশের ওয়ানডে একাদশে জায়গা করে নিয়েছেন নাইম। এই ম্যাচে অবশ্য খেলা হচ্ছে না তাসকিন আহমেদের। তার জায়গায় একাদশে এসেছেন ইবাদত হোসেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...