জানুয়ারি ২৪, ২০২৫

মা হতে যাচ্ছেন লাক্স তারকা অভিনয়শিল্পী ঈশানা খান। বুধবার (১৫ নভেম্বর) বেবি বাম্পের ছবি প্রকাশ করে মা হতে যাওয়ার খবর জানান এই অভিনেত্রী।

জানা যায়, সবকিছু ঠিক থাকলে আগামী বছর সন্তানের মুখ দেখবেন ঈশানা। সারিফ চৌধুরী ও ঈশানা খান দম্পতির এটি প্রথম সন্তান।

২০১৯ সালের জুলাইয়ে অস্ট্রেলিয়া প্রবাসী সারিফ চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঈশানা খান। তারপর স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়া পাড়ি জমান এই অভিনেত্রী। এরপর থেকে সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন ঈশানা।

২০০৯ সালে লাক্স সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম রানার আপ নির্বাচিত হন ঈশানা। এরপর বিজ্ঞাপন, নাটক, টেলিফিল্মে কাজ করে দর্শকপ্রিয়তা লাভ করেন। ঈশানার বর সারিফ অস্ট্রেলিয়ায় ন্যাশনাল ব্রডব্যান্ড নেটওয়ার্কে (এনবিএন) নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...