ডিসেম্বর ২২, ২০২৪

ঈদুল আজহা উপলক্ষে ঢাকা নদী বন্দর থেকে দেশের ১১টি স্থানে বিশেষ লঞ্চ সার্ভিস পরিচালনা করবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ। বুধবার (১২ জুন) বিআইডব্লিউটিএ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ঈদের পর বরিশাল, পটুয়াখালী ও ভোলাসহ তিন স্থান থেকে ঢাকামুখী চলবে বিশেষ লঞ্চ।

প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঈদ উপলক্ষে রাজধানীর সদরঘাট থেকে ঢাকা-চাঁদপুর, বরিশাল, ভোলা, বরগুনা, ইচলী, কালাইয়া, বোরহানউদ্দীন, পটুয়াখালী, লালমোহন, রাঙ্গাবালী, ঘোষেরহাটে বিশেষ লঞ্চ চলবে। তবে যাত্রী পাওয়া সাপেক্ষে লঞ্চ বুড়িগঙ্গা ঘাট থেকে ছেড়ে যাবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...