জানুয়ারি ২৫, ২০২৫

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি ১৩ জুন থেকে শুরু হবে। এই টিকিট মিলবে কাউন্টারে। যদিও অনলাইনে আগে থেকেই পাওয়া যাচ্ছে বাসের অগ্রিম টিকিট। 

শুক্রবার (৯ জুন) বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক শুভঙ্কর ঘোষ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গাবতলী এলাকা থেকে চলা উত্তর ও দক্ষিণবঙ্গের বাসের আগ্রিম টিকিট বিক্রি হবে। তবে অনলাইনে আগে থেকেই অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে, তা অব্যাহত থাকবে। কাউন্টার থেকেও বিক্রি করা হবে।

অন্যদিকে, সায়েদাবাদ থেকে চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট এলাকার বাসের টিকিট অনলাইনে অগ্রিম পাওয়া যাচ্ছে।

তবে মহাখালী টার্মিনাল থেকে চলা বাসের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়। এই টার্মিনাল থেকে বাস ছাড়ার আগে টিকিট বিক্রি করা হয়।

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...