জানুয়ারি ২২, ২০২৫

আসন্ন পবিত্র ঈদুল আজহার সময় ট্রেনের যাত্রা ঠিক রাখতে বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচলকারী তিনটি আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেনের চলাচল বন্ধ রাখা হচ্ছে।

ট্রেনগুলো হচ্ছে ঢাকা-কলকাতা পথের মৈত্রী এক্সপ্রেস, খুলনা-কলকাতা পথের বন্ধন এক্সপ্রেস এবং ঢাকা-নিউজলপাইগুড়ি পথের মিতালী এক্সপ্রেস।

রেলের সিদ্ধান্ত অনুযায়ী, মৈত্রী এক্সপ্রেস ট্রেন ১৪ থেকে ২২ জুন (৯ দিন), বন্ধন এক্সপ্রেস ১২ থেকে ২০ জুন (৯ দিন) এবং মিতালী এক্সপ্রেস ১৬ থেকে ২০ জুন (৫ দিন) পর্যন্ত বন্ধ থাকবে।

রেলওয়ে সূত্র জানায়, প্রতিবারই ঈদের আগে-পরে আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেনগুলোর চলাচল বন্ধ রাখা হয়। রেললাইন এবং কর্মীদের ওপর চাপ কমিয়ে ঈদযাত্রা নির্বিঘ্ন করাই এসব ট্রেনের চলাচল বন্ধ রাখার মূল উদ্দেশ্য।

এবার কোন ট্রেন কত দিন বন্ধ থাকবে তা প্রস্তাব করে গত ১৩ মে ভারতীয় রেল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানায় বাংলাদেশ রেল কর্তৃপক্ষ। ভারতীয় রেল কর্তৃপক্ষও তাতে সম্মতি দিয়ে ফিরতি চিঠি দেয়।

গত ২৮ মে দুপুরে রেল ভবনে আসন্ন ঈদযাত্রার প্রস্তুতি জানাতে সংবাদ সম্মেলন করে রেলপথ মন্ত্রণালয়। ওই দিন আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেনের চলাচল বন্ধ রাখার বিষয়টি জানানো হয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...