জানুয়ারি ২৩, ২০২৫

ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে শেয়ারবাজার ফিরল ইতিবাচক ধারায়। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আজ ৪৩ পয়েন্ট বেড়েছে। সেই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে অধিকাংশেরাই শেয়ারদর বেড়েছে। ‍ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স ৪৩ দশমিক ৫৭ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি দাড়িয়েছে ৫ হাজার ১৬১ পয়েন্টে।

এছাড়া, এদিন ডিএসইএস সূচক ১৩ দশমিক ২৫ পয়েন্ট এবং ডিএসই৩০ সূচক ২২ দশমিক ২৪ পয়েন্ট বেড়েছে।

ডিএসইতে আজ মোট ২৪৬ কোটি ৪৪ লাখ টাকা লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪২৩ কোটি ১৪ লাখ টাকা।

আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩৯২ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৬৪টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ২৩২ কোম্পানির। বাকি ৯৬ কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...