জানুয়ারি ২৩, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভূক্ত বিমা খাতের কোম্পানি ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা ( সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সেলিম।

আজ সোমবার (২৪ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং কোম্পানিটির পরিচালনা পর্ষদের অনুমোদন সাপেক্ষে তিনি ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের নতুন সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন।

ডিএসইতে ১৯৯৪ সালে তালিকাভুক্ত ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে রয়েছে। কোম্পানিটির মোট শেয়ারের ৪১ শতাংশ রয়েছে উদ্যোক্তাদের হাতে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...