ডিসেম্বর ২২, ২০২৪

প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্যান্য নির্বাচন কমিশনারদের সঙ্গে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) একটি প্রতিনিধিদল বৈঠকে বসেছে। এতে টিআইবির পক্ষ থেকে নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ মোট ৫ জন অংশ নিয়েছেন।

আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সভাকক্ষে আজ রোববার (২ জুন) বেলা সাড়ে ১১টায় এই বৈঠক শুরু হয়।

তবে কী বিষয়ে তারা বৈঠক করছেন সেটি এখনো পরিষ্কার নয়। নির্বাচন কমিশনের সঙ্গে সভা শেষে আনুষ্ঠানিকভাবে বৈঠকের বিষয়ে জানানো হতে পারে বলে সংশ্লিষ্ট জানিয়েছেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...