জানুয়ারি ২২, ২০২৫

ইসরায়েলের প্রধানমন্ত্রী যদি গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল রাফায় পূর্ণ মাত্রায় আক্রমণের নির্দেশ দেন, তাহলে দেশটিতে অস্ত্রের চালান বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল ‘একাই দাঁড়াতে পারে’।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের প্রয়োজন হলে আমরা একা দাঁড়াব। আমি বলছি, প্রয়োজন হলে আমরা আমাদের নখ দিয়ে লড়াই করব।’ খবর বিবিসির।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাফা আক্রমণ করলে তিনি আর্টিলারি শেলসহ কিছু অস্ত্রের চালান আটকে দেবেন।

বেসামরিক লোকের প্রাণহানির আশঙ্কায় মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যে বোমার চালান স্থগিত করেছে। নেতানিয়াহু অবশ্য বৃহস্পতিবার (৯ মে) ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের সতর্কতা প্রত্যাখ্যান করতে ১৯৪৮ সালের যুদ্ধের কথা স্মরণ করে বলেন, ‘৭৬ বছর আগে স্বাধীনতা যুদ্ধে আমরা অনেকের বিরুদ্ধে অল্প ছিলাম। আমাদের কাছে অস্ত্র ছিল না। ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা ছিল, কিন্তু আমাদের মধ্যে প্রবল চেতনা, বীরত্ব ও ঐক্যের জোরে আমরা বিজয়ী হয়েছিলাম।’

ইসরায়েলর প্রধানমন্ত্রী বলেন, ‘বাইডেন যদি অস্ত্রের চালান বন্ধ করে দেন, তবে ইসরায়েলের কাছে যা আছে, আমাদের নখ দিয়ে হলেও অন্তরের শক্তিতে ও ঈশ্বরের সাহায্যে আমরা ঐক্যবদ্ধভাবে জয় লাভ করব।’

এদিকে নেতানিয়াহুর প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, ইসরায়েলের শত্রুদের পাশাপাশি সেরা বন্ধুদেরও বোঝা উচিত, তার দেশকে বশ করা যাবে না। তিনি বলেন, ‘আমরা শক্ত হয়ে দাঁড়াব, আমরা আমাদের লক্ষ্য অর্জন করব।’

জাতিসংঘ বলেছে, ক্রমাগত বোমাবর্ষণে এবং ইসরায়েলি ট্যাংকগুলো নির্মিত শিবির এলাকার কাছাকাছি আসার কারণে সোমবার থেকে ৮০ হাজারের বেশি মানুষ রাফা ছেড়ে পালিয়েছেন।

জাতিসংঘ সতর্ক করে বলেছে, ১০ লাখের বেশি মানুষ আশ্রয় নেওয়া শহরটিতে খাদ্য ও জ্বালানি শেষ হয়ে যাচ্ছে, কারণ কাছাকাছি সীমান্ত ক্রসিং দিয়ে সাহায্য সামগ্রী গ্রহণ করা যাচ্ছে না।

ইসরায়েলি সৈন্যরা তাদের অভিযানের শুরুতে মিসরের সঙ্গে যুক্ত রাফাহ ক্রসিং বন্ধ করে দেয়। জাতিসংঘ বলেছে, পুনরায় খোলা ইসরায়েলের সঙ্গে যুক্ত কেরেম শালোম ক্রসিংয়ে পৌঁছানো তাদের লরি ও কর্মীদের জন্য খুবই বিপজ্জনক।

ইসরায়েলি বাহিনী বলেছে, তারা রাফায় হামাসের অবশিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করে অভিযান চালাচ্ছে। তবে দেশটির সরকার শহরটিতে পূর্ণ মাত্রায় আগ্রাসন চালাবে না বলে জানিয়েছে। আর বাইডেন সতর্ক করে দিয়েছেন, এটি করলে দেশটিতে সমরাস্ত্র সরবরাহ বন্ধ করে দেবেন।

বুধবার বাইডেন মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ফিলিস্তিনি বেসামরিক লোকদের হত্যা করতে আমেরিকান বোমা ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, ‘যদি তারা রাফাতে যায়, আমি সেই অস্ত্র সরবরাহ করব না, যা রাফার জন্য ঐতিহাসিকভাবে ব্যবহার হয়ে আসছে।’

আর হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিরবি বলেছেন, ‘রাফায় আক্রমণ হামাসকে পরাজিত করার জন্য ইসরায়েলের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাবে, এমনটি মনে করেন না বাইডেন।’

‘হামাসের স্থায়ী পরাজয় অবশ্যই ইসরায়েলের লক্ষ্য থাকে এবং আমরা সেই লক্ষ্যটি তাদের সঙ্গে ভাগাভাগি করি’, যোগ করেন কিরবি। তিনি বলেন, ‘আমরা কোনোভাবে ইসরায়েল থেকে দূরে সরে যাচ্ছি বা হামাসকে পরাজিত করতে আমরা তাদের সাহায্য করতে ইচ্ছুক নই, বিষয়টি এমন নয়।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...