সেপ্টেম্বর ১৭, ২০২৪

ফিলিস্তিনিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করলো ইসরায়েল। দেশটির মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি যুদ্ধ ঘোষণার অনুমোদন দিয়েছে বলে রোববার প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে।

মন্ত্রিসভার এই অনুমোদনের ফলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার ইসরায়েল আইন অনুযায়ী এখন ‘উল্লেখযোগ্য সামরিক কর্মকাণ্ড’ চালাতে পারবেন।

শনিবার ইসরায়েলের কয়েকটি অঞ্চলে একযোগে হামলা শুরু করে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। হামলায় প্রায় ৬০০ ইসরায়েলি নিহত ও দুই হাজারের বেশি আহত হয়েছে। হামলার পরপর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেন, তার দেশ এখন যুদ্ধাবস্থায় রয়েছে।

তবে ইসরায়েলি সংবিধান অনুযায়ী, সরকারের সিদ্ধান্ত বা অনুমতি ব্যতীত দেশ কোনও পক্ষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না। শনিবার রাতে মন্ত্রিসভার উচ্চপর্যায়ের কমিটির অনুমোদন পাওয়ার পর এখন ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ চালানোর বৈধতা পেলেন নেতানিয়াহু।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *