ডিসেম্বর ২৪, ২০২৪

গাজায় ইসরায়েলের হামলায় হামাসের হাতে আটক ৯ জিম্মি নিহত হয়েছে। শনিবার হামাসের সশস্ত্র ইউনিট কাসাম ব্রিগেড এ তথ্য জানিয়েছে।

দ্য এজিদাইন আল-কাসাম ব্রিগেড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৯ জিম্মি নিহত হয়েছে। এদের মধ্যে পাঁচ ইসরায়েলি ও চার বিদেশি রয়েছে।

এর একদিন আগে হামাস জানিয়েছিল, ইসরায়েলি হামলায় ১৩ জিম্মি নিহত হয়েছে। সেই হিসাবে শনিবার পর্যন্ত নিহত জিম্মির সংখ্যা বেড়ে ২২-এ পৌঁছেছে।

ইসরায়েল এর আগে হামাসের দাবিকে অপপ্রচার বলে দাবি করেছিল।

৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ইসরায়েল। ওই সময় ১২০ থেকে ১৫০ জনকে জিম্মি করে হামাস।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...