ডিসেম্বর ২২, ২০২৪

পশ্চিম তীরের জেনিন শহরে রাতভর ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় ৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আজ সোমবার বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার দিবাগত রাতে শুরু হয়ে এই অভিযান সোমবার সকাল পর্যন্ত চলেছে।

জেনিনের একটি শরণার্থী শিবিরে ড্রোন থেকে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় ৭ ব্যক্তি নিহত ও ২৭ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। রামাল্লাহ শহরের চেকপয়েন্টে ২১ বছর বয়সী মোহাম্মদ হাসনাইন নামে আরেক ফিলিস্তিনির মাথায় গুলি করা হলে তিনিও নিহত হন।

ওই শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনী রাতভর অন্তত ১০টি হামলা চালিয়েছে বলে স্থানীয় অভিবাসীরা জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার কয়েকটি ভবন ও সড়ক। এ সময় শিবিরটি চারপাশ থেকে ঘিরে রেখেছিল ইসরায়েলি সামরিক যান।

বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে মানুষজনকে হত্যা করার এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা একটি ভবনে হামলা চালিয়েছে, যেটি জেনিন ব্রিগেডের সদস্যদের সামরিক সদর দপ্তর হিসেবে ব্যবহার হচ্ছিল। তারা শরণার্থী শিবিরকে জঙ্গিদের ঘাঁটি হিসেবে ব্যবহার বাধা দেওয়ার লক্ষ্যে এই অভিযানকে একটি ব্যাপক সন্ত্রাস দমন প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...