ডিসেম্বর ২২, ২০২৪

ইসরাইলের বন্দরনগরী হাইফার বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের ইসলামি প্রতিরোধ যোদ্ধারা।

প্রতিরোধ যোদ্ধাদের জোট ‘পপুলার মোবিলাইজেশন ইউনিট’ বা পিএমইউ টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বিবৃতিতে বলেছে, তারা ড্রোনের সাহায্যে ইসরাইলের হাইফা বিমানবন্দরের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় নিরপরাধ নারী, শিশু এবং বেসামরিক জনগণের ওপর ইসরাইলের দখলদার সেনারা যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে হাইফা বিমানবন্দরে এই হামলা চালানো হয়েছে। ইহুদিবাদী শত্রুদের শক্ত ঘাঁটিগুলো সম্পূর্ণভাবে ধ্বংস না করা পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকবে।

সাম্প্রতিক মাসগুলোতে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে কয়েক দফা হামলা চালিয়েছে। এর অংশ হিসেবে গত সপ্তাহে প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের হাইফা বন্দরের একটি রাসায়নিক গুদামে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পার্সটুডে

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...