ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেছেন, সম্প্রতি ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর দেশটিতে পাল্টা হামলা চালানো হবে। পাল্টা হামলা চালানোর অধিকার ইসরায়েলের আছে এবং ইসরায়েল তা করবে। খবর টাইমস অব ইসরায়েলের।
তেল আবিবে কিরইয়া সামরিক সদর দপ্তরে গতকাল শনিবার (৫ অক্টোবর) দেওয়া এক বক্তব্যে নেতানিয়াহু বলেন, ‘পৃথিবীর কোনো দেশই তাদের শহরে এবং নাগরিকদের ওপর এ ধরনের হামলাকে মেনে নেবে না এবং ইসরায়েলও তা মানবে না।’
প্রধানমন্ত্রী নেতানিয়াহু আরও বলেন, ‘ইসরায়েলের অধিকার ও দায়িত্ব রয়েছে নিজেকে রক্ষা করার, এসব আক্রমণের বিরুদ্ধে সাড়া দেওয়ার এবং তাই করা হবে।’
গত মঙ্গলবার ইরান ইসরায়েলে ১৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং এগুলো দেশটির একটি বিমান ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনায় আঘাত করে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ওই হামলায় কোনো বিমান বা গুরুত্বপূর্ণ অবকাঠামোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং বিমান বাহিনী তার পূর্ণ শক্তি নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে নামিয়ে আনা হয়েছে বলেও তারা জানায়।
ইসরায়েলের প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, তার দেশ লেবাননে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করছে। তিনি বলেন, ‘এক মাস আগে আমরা গাজায় হামাসের ব্যাটালিয়ন ধ্বংসের প্রান্তে পৌঁছে গিয়েছিলাম, আমরা আমাদের প্রতিশ্রুতি পূর্ণ করার পথেই ছিলাম।’
নেতানিয়াহু আরও বলেন, ‘আমরা হিজবুল্লাহর শীর্ষনেতা হাসান নাসরুল্লাহসহ সংগঠনটির নেতৃত্বকে নির্মূল করেছি। রাদওয়ান ফোর্সের কমান্ডারকেও নির্মূল করেছি, যারা গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছিল।’