ডিসেম্বর ২২, ২০২৪

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খানের বিরুদ্ধে সেনা সদর দপ্তরে হামলার অভিযোগে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।

দুর্নীতির মামলায় হাজিরা দিতে গেলে ৯ মে ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। পরে সুপ্রিম কোর্টের আদেশে জামিন পান তিনি। ইমরানকে গ্রেপ্তারের খবরে তেহরিক-ই-ইনসাফের সমর্থকরা পাকিস্তানের সেনাবাহিনীর সদর দপ্তরের ফটকে হামলা চালায়। ওই ঘটনাকে ‘কালো দিবস’ হিসাবে আখ্যা দিয়েছে সেনাবাহিনী।

জিও নিউজ জানিয়েছে, রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর জেনারেল হেডকোয়ার্টারে (জিএইচকিউ) নজিরবিহীন হামলার জন্য কঠোর সন্ত্রাসবিরোধী আইনের অধীনে তিনটিসহ ছয়টি মামলা দেওয়া হয়েছে।

সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, যৌথ তদন্ত দল (জেআইটি) সামরিক স্থাপনায় হামলা এবং একটি মেট্রো স্টেশনে অগ্নিসংযোগের ঘটনাসহ সব মামলা তদন্ত করছে। তিনটি মামলা ৭০ বছর বয়সী ইমরান খানের বিরুদ্ধে ৯ মে এবং বাকি তিনটি ১০ মে সন্ত্রাসবিরোধী আইনের (এটিএ) অধীনে নথিভুক্ত করা হয়েছিল।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...