সেপ্টেম্বর ১৭, ২০২৪

আদিয়ালা কারাগারের প্রধান আদালতের নির্দেশ মানছেন না বলে অভিযোগ করেছেন ইমরান খানের আইনজীবী শেরাজ আহমেদ রঞ্জা। আদিয়ালা কারাগারের সুপারের বিরুদ্ধে বিশেষ আদালতে পিটিশন দায়ের করেছেন তিনি।

পাকিস্তানের বিশেষ আদালত আদিয়ালা কারাগারের সুপারকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তার ছেলেদের কথা বলিয়ে দিতে মোবাইলের ব্যবস্থা করতে বলেছিলেন আদালত।

পিটিশনে ইমরান খানের আইনজীবী শেরাজ আহমেদ বলেন, তবে আদালিয়া কারাগারের সুপার আদালতের নির্দেশ মানেননি।

পিটিশনে বলা হয়, জেল সুপার জেনেশুনে ও ইচ্ছাকৃতভাবে আদালতের নির্দেশ অমান্য করছেন। কারা কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননা মামলা হওয়া উচিত। কারণ, তাকে আদালত সুনির্দিষ্টভাবে অবিলম্বে ইমরানকে তার সন্তানদের সঙ্গে কথা বলার সুযোগ তৈরি করে দিতে বলেছিলেন।

ইমরান খানের ছেলে সুলাইমান খান ও কাসিম খান তার সাবেক স্ত্রী জেমিমার সঙ্গে যুক্তরাজ্যে বসবাস করেন। ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়। গত সপ্তাহে বিশেষ আদালতের বিচারক আবুয়াল হাসনাত জুলকারনাইন পিটিআই নেতা ইমরান খানকে তার ছেলেদের সঙ্গে মোবাইলে কথা বলার অনুমতি দেন।

আদেশে বলা হয়, প্রতি শনিবার তিনি চাইলে সন্তানদের সঙ্গে কথা বলতে পারবেন।

পিটিশনের পর আদালত আদালিয়া কারাগারের সুপারকে নোটিশ দিয়েছেন এবং দ্রুত এর জবাব দিতে বলেছেন। ৮ নভেম্বর পর্যন্ত শুনানি মুলতবি রাখা হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *