ডিসেম্বর ২৩, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইভেন্স টেক্সটাইলস লিমিটেড একই উদ্যোক্তাদের মালিকানাধীন কোম্পানি ইভিটেক্স ফ্যাশনস লিমিটেডকে অধিগ্রহণ করবে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে কোম্পানিটি ইভিটেক্স ফ্যাশনস লিমিটেডের শেয়ারহোল্ডারদের নামে নতুন শেয়ার ইস্যু করবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানির আবেদনের প্রেক্ষিতে এই অনুমতি দিয়েছে।

সূত্র অনুসারে, ইভেন্স টেক্সটাইলস লিমিটেড অভিহিত মূল্য ১০ টাকা দরে ৭ লাখ ৯২ হাজার সাধারণ শেয়ার ইস্যু করবে। এসব শেয়ারের মোট মূল্য হবে ৭৯ লাখ ২০ হাজার টাকা।

ইভেন্স টেক্সটাইলস লিমিটেড ২০২১ সালে ইভিটেক্স ফ্যাশনস লিমিটেডকে অধিগ্রহণ বা একীভূত করার সিদ্ধান্ত নেয়। বিধি অনুসারে, কোম্পানিটি এ বিষয়ে বিশেষ সাধারণ সভার মাধ্যমে শেয়ারহোল্ডারদের সম্মতি নিয়ে হাইকোর্টের অনুমতি চেয়ে আবেদন করে। গত বছর হাইকোর্ট অনুমতি দিলে কোম্পানিটি নতুন শেয়ার ইস্যুর করার অনুমতি চেয়ে বিএসইসির কাছে আবেদন জানায়। সোমবার (৮ জানুয়ারি) কমিশন কোম্পানিটিকে এ বিষয়ে সম্মতিপত্র দিয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...