জানুয়ারি ২২, ২০২৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেসের চলতি অর্থবছরের ৯ মাসের শেয়ারপ্রতি লোকসান ৬৩ শতাংশ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, অর্থবছরের ৯ মাসের (জানুয়ারি-সেপ্টম্বর‘২২) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে (২.৮২) টাকা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল (৭.৭১) টাকা। এ হিসেবে কোম্পানিটির লোকসান ৪.৮৯ টাকা বা ৬৩ শতাংশ কমেছে।

২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি ঋণাত্মক সম্পদ দাঁড়িয়েছে (১৫৭.৬০) টাকায়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...