জানুয়ারি ১৮, ২০২৫

ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ ও চারটি নতুন প্রডাক্ট বাজারে আনলো বেসরকারি খাতের এবি ব্যাংক। আজ সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর হোটেল আমারিতে আয়োজিত একটি অনুষ্ঠানে নতুন এসব প্রডাক্ট উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সৈয়দ মিজানুর রহমান বলেন, এবি ব্যাংকের শুরু থেকে সার্ভিস সবসময় ভালো ছিলো। ব্যাংক খাতে অনাস্থা ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে খাতটি চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এবি ব্যাংকও বর্তমানে চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে জানানো হয়, এবি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপের নাম দেওয়া হয়েছে ‘এবি ডিরেক্ট’। এছাড়াও প্রতিষ্ঠানটি এবি ইলহাম, এবি আমানী, কোটিপতি ডিপোজিট স্কিম (কেডিএস) ও এবি স্বাচ্ছন্দ্য নামে চারটি নতুন প্রোডাক্ট গ্রাহকদের জন্য নিয়ে এসেছে।

এবি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জেড এম বাবর খান বলেন, আমরা সবসময় গ্রাহকদের পাশে পেয়েছি। আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক সহ রেগুলেটরি বডির দিকনির্দেশনা পেয়েছি৷

ব্যাংকটির পরিচালক ফজলুর রহমান বলেন, এবি ব্যাংক অনেক প্রডাক্ট বাজারে আনছে। সামনের দিনগুলোতে ডিজিটাল বেসড প্রডাক্ট চালু করা উচিত। তারিক আফজাল এখন এবি ব্যাংকে নেই। এই ব্যাংকটিকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এবি ডিরেক্ট ব্যাংকিং অ্যাপের মাধ্যমে গ্রাহকগণ ঘরে বসে পেতে পারবেন আধুনিক সকল ব্যাংকিং সুবিধা পাবেন বলে। এছাড়া ইসলামী শরিয়াহভিত্তিক মুদারাবা ডিপোজিট একাউন্ট ‘এবি ইলহাম’ দিচ্ছে ১৮ বছরের ঊর্ধ্বে যেকোনো বাংলাদেশি নাগরিককে আকর্ষণীয় মুনাফা লাভের সুযোগ। ইসলামী শরিয়াহভিত্তিক একাউন্ট ‘এবি আমানী’ নারী গ্রাহকদের জন্য বিশেষ একটি সঞ্চয়ী হিসাব, যেখানে রয়েছে ইন্স্যুরেন্সসহ আরও বিশেষ কিছু সুবিধা।

ব্যাংকটি আরও জানায়, মাসিক সঞ্চয়ের ভিত্তিতে যেকোনো আমানতকারীকে কোটিপতি হওয়ার সুযোগ তৈরি করে দিতে এসেছে এবি কোটিপতি ডিপোজিট স্কিম, যা যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই একাউন্ট খুলতে পারবেন।

অপরদিকে এবি স্বাচ্ছন্দ্য একটি চলতি হিসাব যেখানে গ্রাহকরা ইন্টারেস্ট পাবেন। এছাড়াও এই একাউন্টে চাকরিজীবীদের জন্য ওভারড্রাফট সুবিধা রয়েছে বলেও জানানো হয়েছে।

অনুষ্ঠানটির উদ্বোধন করেন এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জনাব সৈয়দ মিজানুর রহমান। আরো উপস্হিত ছিলেন ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর রিয়াজুল ইসলাম এবং ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...