জানুয়ারি ৬, ২০২৫

ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেলের অফিসিয়াল ক্লাব ভিজিট অব দি ডিস্ট্রিক্ট চেয়ারম্যান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর রাওয়া ক্লাবে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব ডিস্ট্রিক্ট-৩২৮ চেয়ারম্যান শাহানা আলম নির্ঝর। একই দিনে ক্লাবটির জেনারেল মিটিং এবং ফান এন্ড ফেলোশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ভাইস চেয়ারম্যান জেসরিনা হায়দার, শামীম খন্দাকার, প্রাক্তন ডিস্ট্রিক্ট চেয়ারম্যান শাহিনা রফিক, ডিস্ট্রিক্ট সেক্রেটারি মাহমুদা মাহবুব রুমা। এ সময় ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেলের প্রেসিডেন্ট নাহিদ ফরমান ও সেক্রেটারি রায়ানা আকন্দসহ ঢাকা নাইটিঙ্গেল ক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে থেলাসেমিয়া ফাউন্ডেশনকে ২টি হুইল চেয়ার, আলোর প্রদীপকে সেলাই মেশিন, স্পর্শ ফাউন্ডেশন ও বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনকে নগদ অর্থ অনুদান দেওয়া হয়।

ইনার হুইল ক্লাব নারীদের একটি জনসেবামূলক আন্তর্জাতিক সংগঠন, যা বিশ্বের প্রায় প্রতিটি দেশে কার্যক্রম পরিচালনা করে আসছে। এ সংগঠনের সদস্য ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেল। সংগঠনটি নারী ও শিশুদের উন্নত জীবন গঠনের পাশাপাশি দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনের মানোন্নয়নে কাজ করে আসছে। তাদের কার্যক্রমের মধ্যে রয়েছে স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি ও পরিবেশ উন্নয়ন। একই সঙ্গে বন্ধুত্ব ও অবলম্বন বাড়ানোর প্রত্যয়ে নিয়োজিত রয়েছেন এ সংগঠনের প্রতিটি সদস্য।


 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...