ডিসেম্বর ২২, ২০২৪

আইপিএল ছাড়ার ঘোষণা দিয়েছেন ইংলিশ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন। পাঞ্জাব কিংসের হয়ে খেলছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এবারের আইপিএল যাত্রা শেষ বলে জানিয়েছেন তিনি।

লিয়াম লিভিংস্টোনের দাবি, তার হাঁটুতে ইনজুরি আছে। ওই ইনজুরি পরিচর্যা করে ইংল্যান্ডের হয়ে জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপ খেলতে চান তিনি। ওই কারণেই আইপিএল ছাড়ার ঘোষণা।

লিভিংস্টোন লিখেছেন, ‘এবারের মতো আমার আইপিএল যাত্রা শেষ হলো। এবার বিশ্বকাপের জন্য আমার হাঁটুটাকে সারাতে হবে। ভালোবাসা ও সমর্থন দেওয়ার জন্য পাঞ্জাবের ভক্তদের ধন্যবাদ। দলগত ও ব্যক্তিগতভাবে এবারের আইপিএল হতাশায় কাটল। তবে প্রতিটি মিনিট আমি উপভোগ করেছি।’

চলতি আইপিএলে পাঞ্জাব ১২ ম্যাচের মধ্যে আটটিতে হেরেছে। জয় পেয়েছে ৪ ম্যাচে। এতে করে সুপার ফোরে যাওয়ার আশা শেষ হয়ে গেছে তাদের। সংবাদ মাধ্যম ক্রিকইনফো জানিয়েছে, লিভিংস্টোনের হাঁটুতে তেমন কোন ইনজুরি নেই। তবে বিশ্বকাপের আগে বিশ্রাম নিয়ে তিনি পুরোপুরি ফিট হতে চান।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...