জানুয়ারি ২২, ২০২৫

বলিউড বাদশা শাহরুখ খানের স্ত্রী গৌরি খানকে নোটিশ পাঠিয়েছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ৩০ কোটি রুপি আত্মসাতের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য এই নোটিশ পাঠানো হয়েছে। গলফ নিউজ এ খবর প্রকাশ করেছে।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, লখনৌর রিয়েল এস্টেট কোম্পানি তুলসিয়ানি গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন গৌরি খান। এ প্রতিষ্ঠানের বিনিয়োগকারীদের বিরুদ্ধে ৩০ কোটি রুপি প্রতারণার অভিযোগ উঠেছে। ইডি বিভিন্ন দিক থেকে এ বিষয়ে তদন্ত করবে। যেমন: ব্র্যান্ড অ্যা্বোসেডর হিসেবে গৌরি খান কত টাকা পেয়েছেন।

২০১৫ সালে লখনৌর রিয়েল এস্টেট কোম্পানি তুলসিয়ানি গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন গৌরি খান। লখনৌর সুশান্ত গলফ সিটিতে একটি ফ্ল্যাট কিনেন যশবন্ত শাহ। এ বাবদ ৮৬ লাখ রুপি দেন তিনি। কিন্তু সেই ফ্ল্যাটটি তিনি বুঝে পাননি। বরং অন্য কেউ এটি দখলে নিয়েছেন। ফলে এ কোম্পানির বিরুদ্ধে মামলা করেন যশবন্ত। গৌরি খান ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ায় ফ্ল্যাটটি কিনতে উদ্বুদ্ধ হন যশবন্ত। যার কারণে গৌরি খানকেও এ মামলার আসামি করা হয়।

গত ১ মার্চ উত্তর প্রদেশের লখনৌতে এই মামলা নথিভুক্ত করা হয়। ওই সময়ে ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, ইন্ডিয়ান পেনাল কোড সেকশন ৪০৯ ধারায় এ মামলা দায়ের করেছেন মুম্বাইয়ের বাসিন্দা যসবন্ত শাহ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...