নভেম্বর ১৪, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন কেবলসের পরিচালনা পর্ষদ বিশেষ সাধারণ সভা (ইজিএম) করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির ইজিএম আগামী ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২২ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, কোম্পিানিটি সাধারণ শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। ১০ টাকা ফেসভ্যালুতে প্রতিটি শেয়ারের মূল্য ৭৫ টাকা। বিএসসিসিএল ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনে শেয়ার ইস্যু করবে।

কোম্পানিটি উন্নয়ন টেলিকমিউনিকেশন প্রকল্পের অধীনে ১৬৬ কোটি টাকা গ্রহণ করবে।

কোম্পানিটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতি নেবে। এছাড়া কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকের পদ পরিবর্তন করতে সংঘ্বসারকের কিছু পরিবর্তন করবে। একারণে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে ইজিএম আহ্বান করেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...